এই সফটওয়্যার-এ যে যে সুবিধা পাবেন
বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও প্রযুক্তির সমন্বয়ে সাজানোর জন্য “সফট ঘরের” পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আশা হয়েছে আধুনিক ট্রেনিং সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যার ।
- যে কোন শিক্ষার্থী অনলাইন এর মাধ্যমে রেজিষ্টেশন করতে পারবে।
- প্রয়োজনে প্রতিষ্ঠানের যে কেউ শিক্ষার্থী ভর্তি করতে পারবে।
- প্রত্যেক শিক্ষার্থী রেজিষ্টেশন ফরম প্রিন্ট দিতে পারবে
- সকল শিক্ষার্থী ডাটাবেজ সয়ঙ্ক্রিওভাবে তৈরি হয়ে যাবে ।
- কোন কোর্সে কয়জন শিক্ষার্থী আছে তা এক ক্লিক এ জানতে পারবে।
- যে কোন শিক্ষার্থীর নাম , রোল , রেজিঃ নং , বা ই-মেইল দিয়ে সার্চ করে খুজে পাওয়া যাবে।
- কোন মাসে কত শিক্ষার্থী ভর্তি হল তা রিপোর্ট আকারে দেখা যাবে
- কোন মাসে কি পরিমান ইনকাম হল তাও রিপোর্ট আকারে দেখা যাবে।
- নতুন কোর্স সংযোগ করা যাবে।
- কোর্সের মূল্য সংযোগ করা যাবে।
- কোর্সের মেয়াদ সংযোগ করা যাবে।
- ট্রেইনারের ডাটাবেজ করতে পারবে।
- কোন ট্রেইনার কোন বিষয়ে প্রশিক্ষন দিবে তা এ্যাসাইন করতে পারবে।
- শিক্ষার্থীদের রেজাল্ট দেয়ার ব্যবস্থা থাকবে।
- কোন শিক্ষার্থীর বেতন বকেয়া থাকলে তা জানতে পারবে।
- প্রতিষ্ঠানের সকল তথ্যসহ একটি ওয়েবসাইট থাকবে।
- এ ছাড়াও প্রয়োজন সাপেক্ষে অন্যান্য সুবিধা সংযোজন বিয়োজন করা যাবে